এক বছরের মেয়াদে অন্তর্বর্তী সরকার একদিকে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি, রেকর্ড পরিমাণ রেমিট্যান্স আয়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, ডলার সংকট মোকাবিলা, বিদেশি ঋণ পরিশোধ, রিজার্ভ বৃদ্ধি ও বৈদেশিক ঋণ প্রাপ্তি এবং সর্বোপরি বৈদেশিক লেনদেনের ভারসাম্যে সাফল্য দেখিয়েছে।